বিশ্বকাপ ফুটবল খেলা গুলো কিভাবে দেখবো, আপনার হাতে থাকা স্মারট ফোন দিয়ে সরাসরি দেখতে পারবেন, আজকের এই আর্টিকেলের মধ্যে প্রচেষ্টায় আপনাদেরকে দেখাবো। তো চলুন বেশি কথা না বলে শুরু করা যাক আজকের আর্টিকেল। বিশ্বকাপ ফুটবল খেলা দেখার জন্য আপনাকে গুগল প্লে স্টোর থেকে একটা অ্যাপস ইনস্টল করে নিতে হবে। এই সম্পূর্ণ আরটিকেলটি যদি আপনি পড়েন তাহলে আপনি জানতে পারবেন যে বিশ্বকাপ ফুটবল খেলা কিভাবে দেখবো সেটা ।
কিভাবে ডাউনলোড করেবন?
বিশ্বকাপ ফুটবল খেলা কিভাবে দেখবো এই প্রশ্ন এর উত্তর হচ্ছে প্রতমত চলে যাচ্ছি গুগল প্লে স্টোরে, প্লে স্টোরে আশার পর সার্চ বারে গিয়ে লিখবেন ট্রফি/toffee লিখে সার্চ করবেন চার্চ করার পর আপনাদের সামনে চলে আসবে যে অ্যাপটা রয়েছে এটা চলে আসবে । এটাকে ইন্সটল করার পর, ওপেন করবেন। ওপেন করার পর আপনাদের সামনে একটা অ্যাড চলে আসবে। অ্যাডটি ক্লোজ করে দিবেন। আপনাদের স্কিনে এইখানে দেখবেন নিচের দিকে টিভি নামে একটা অপশন রয়েছে।
টিভিতে ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন দেশি-বিদেশি অনেক গুলো চ্যানেল। ম্যাক্সিমাম চ্যানেল এখানে রয়েছে, আপনারা যেহেতু খেলা দেখবেন স্পোর্টস এর মধ্যে কয়েকটি চ্যানেল। আপনার স্কিনের উপরে দেখতে পারবেন চারটা চ্যানেল রয়েছে। প্রথমে Sony নামে যে চ্যানেল আছে সেটাতে কিন্তু খেলা দেখাবে। এখানে দুই নম্বর চ্যানেল যেটা রয়েছে এটাতেও খেলা দেখার সুযোগ রয়েছে।
বিশ্বকাপ ফুটবল খেলা কিভাবে দেখবো কোন চ্যানেলে দেখবো
আপনারা আপনাদের ইচ্ছামতো যেকোনো একটি চ্যানেলে ক্লিক করে খেলা দেখতে পারছেন কিনা। যদি কোনো সমস্যা হয় তাহলে আপনি অন্য চ্যানেলে ক্লিক করে দেখবেন। অইটাতে খেলা দেখতে পারবেন। খেলা দেখতে দেখতে আপনাদের সামনে অনেক অ্যাড চলে আসবে। যারা দেশের ভাইরা দেশ-বিদেশে থাকেন তারা এই ট্রফি অ্যাপটা গুগল প্লে স্টোরে পাবেন না।
এখন তাদের মনে অনেক প্রশ্ন যাগতে পারে। তাদের জন্য কিন্তু আরেকটা প্রসেস রয়েছে। আমরা আপনাদেরকে এই আর্টিকেলের মাধ্যমে সব বলে দিব। যারা প্রবাসে আছেন তারা চলে যাবেন ক্রোম ব্রাউজারে, ক্রোমে চলে যাওয়ার পর যে কাজটি করবেন। সে কাজটি হচ্ছে, একটি নতুন উইন্ডো খুলতে হবে। নতুন উইন্ডো ওপেন করার পর এখান থেকে চলে যাবেন চার্জ বারে।
বাহিরের দেশে থাকা লোকেরা যেভাবে ডাউনলোড করেবেনঃ
চার্জ বারে গিয়ে লিখবেন ট্রফি apk চার্জ করার পর একদম উপরে যেই ওয়েবসাইট আসবে ওই খানে ক্লিক করবেন। ক্লিক করার পর কিছুক্ষণের মধ্যেই ওই ওয়েবসাইট পরিপূর্ণ প্রবেস হয়ে যাবে। প্রবেস করার পর নিচে একটু স্ক্রোল করবেন, স্কোল করার পর নিচে দেখতে পারবেন DOWNLOAD APK।
অইটার উপর ক্লিক করবেন কিন্তু অপারেটর ডাউনলোড শুরু হয়ে যাবে এবং এটা ডাউনলোড হওয়ার পর আপনি শুধু আপনার ফোনে এটাকে ইন্সটল করে নিবেন তার পর যদি কাজ না হয় তাহলে ভিপিন ডাওউনলড করে নিবেন সেটা কানেট করে আপনি খেলা দেখতে পারবেন । তো দর্শক এ ছিল আজকের আলোচনা । আশা করছি বিশ্বকাপ ফুটবল খেলা কিভাবে দেখবো এই প্রশ্নের উত্তর আপনি পেয়ে গিয়েছেন । পরের বার নতুন কিছু নিয়ে আপনাদের মাঝে হাজির হব